★ Grathor.com এ আপনিও ✍ লেখালেখি করে আয় করুন★Click Here★

বিলিওনিয়ার দম্পতি বিল ও মেলিন্ডা গেটসের ডিভোর্স নিয়ে উত্তাল নেট দুনিয়া

দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটালেন বিলিওনিয়ার এই দম্পতি। বিল গেটস ও মেলিন্ডা গেটস এর ডিভোর্সের খবরে পুরো নেট দুনিয়ায় আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। আজ থেকে ৪০ বছর আগে ১৯৮০ সালে মাইক্রোসফট কোম্পানি তে যোগ দেন মেলিন্ডা। সেখান থেকেই বিল গেটস এর সাথে তার পরিচয় হয়। এর পরে সেই পরিচয় গিয়ে দাঁড়ায় বিয়ের স্টেজে।

১৯৯৪ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২৭ বছরের পথ অতিক্রম করার পরে এক টুইট বার্তায় তারা তাদের এই ডিভোর্সের খবর জানিয়েছেন। “জুটি হিসেবে এগিয়ে যেতে পারি এটা আমরা আর বিশ্বাস করি না।” বিল গেটস এর এই বিবাহ বিচ্ছেদ সাড়া ফেলেছে নেট দুনিয়ায়।
সকলের মনে একই প্রশ্ন!

কেন এই বিলিওনিয়ার জুটির বিবাহ বিচ্ছেদ। কি এমন টানাপোড়েন ছিল তাদের সম্পর্কের মাঝে?
এসব হিসেব কষছেন বিশিষ্ট জনেরা। বিবাহ বিচ্ছেদের কারণ হিসেবে প্রাথমিক পর্যায়ে তেমন কিছুই জানা যায়নি।সে হিসেব পরে জানা যাবে।

চলুন আগে জেনে আসি তাদের প্রথম পরিচয়ের গল্পটি।

তাদের পথ চলার শুরুর গল্প।

১৯৭০ সালে সূচনা ঘটে আজকের বিশ্বের সবচেয়ে বড়ো সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটের। মেলিন্ডা ১৯৮০ সালে যোগ দেন মাইক্রোসফটে।

এরপরে ১৯৮৭ সালে একই কোম্পানিতে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দেন মেলিন্ডা। কে জানতো এর পরেই তার জন্য অপেক্ষা করছে বিল গেটসকে জীবনসঙ্গী হিসেবে কাছে পাওয়ার সুযোগ।
একই বছরে নিউইয়র্কের একটি বিজনেস ডিনারে মিলিত হয়েছিলেন তারা।

ঠিক তখনই হয় বিচ্ছেদ নয়তো বিয়ের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছিল তাদের।

১৯৯৪ সালে বিয়ে হয় তাদের, এরপর থেকে ২৭ বছরের পথ চলার অবসান ঘটলো তাদের দেয়া এক টুইটার বার্তায়।

তবে তারা — “তাদের তৈরি একটি ফাউন্ডেশনে তারা একসাথে কাজ করে যাবেন।” বলে জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তাদের বৈবাহিক সম্পর্ক নিয়ে অনেক চিন্তা ভাবনা ও কাজের পরে সম্পর্কের ইতি টানছেন বিশ্বে সুপরিচিত এই দম্পতি।