জীবন কী?

জীবন কী? বা জীবনের উদ্দেশ্যটা কী? আসলে এটা আমরা কতজন জানি বা জানার পরে বুঝার চেষ্টা করি। যদি খুজ করা হয় তাহলে দেখা যাবে অধিকাংশই এই বিষয়টি সম্পর্কে তেমন কোন ধারণাই রাখে না। আর যারা জানে তারা এই বিষয়টি নিয়ে ভাবে না। যদিও ভাবে এমন লোক অনেক অনেকাংশেই কম পািয়া যাবে। এখন বলতে চাই জীবন কী??? জীবন হলো মহান সৃষ্টিকর্তা কতৃক এক মহা করুনা অথবা দান আর যে করুনার ফল সরূপ আমরা এই পৃথিবীতে বসবাস করছি। এখানে উল্লেক্ষ বিষয় হচ্ছে যে পৃথিবীতে আমাদের বসবাসেরও একটা নিদিষ্ট সময় মহান সৃষ্টিকর্ত বেধে দিয়েছেন। আমি যদি হাজারো চেষ্টা করি অথবা সারা বিশ্বের মানুষ যদি চেষ্টা করে সে নির্ধারিত সময়ের চেয়ে ১ সেকেন্ড বেশে সময় আমাকে পৃথিবীতে বাচিঁয়ে রাখবে তারা এই চেষ্টায় ১০০% ব্যার্থ হবে। মহান সৃষ্টিকর্তা যেমন আমাকে সৃষ্টি করেছেন ঠিক তেমনি আমার থাকা, খাওয়া, ভরণ, পোষণ যাবতীয় সকল কিছু আমার জন্য সৃষ্টি করেছেন যাকে আমরা ভাগ্য বলে থাকি। পৃথিবী জীবন শেষ করার পর আমার পরকাল জীবন শুরু হবে যেখানে আমাকে আমার জীবন সম্পর্কে আমার সৃষ্টিকর্তা সম্পর্কে প্রশ্ন করা হবে।
আজ এখানেই শেষ করছি। বাকি আলোচনা পরবর্তী কোন একটা পোস্টে করবো।
ধন্যবাদ

Related Posts