ডোমেইন কি ? কোথা থেকে কিনবেন?

ডোমেইন কি ? কোথা থেকে কিনবেন?

ডোমেইন কি ? কোথা থেকে কিনবেন?

ডোমেইন, ডোমেইন , ডোমেইন অনেক শুনেছেন কিন্তু জানেন না আসোলে এই ডোমেইন টা কি ? কি করে এটা দিয়ে ? খায় নাকি মাথায় দেয় , জাস্ট কৌতুক করলাম , এটা খাওয়া মাথায় দেওয়ার জিনিস নয় । তাহলে নিশ্চয় আপনারা ভাবছেন কি হবে তাহলে ।

ডোমেইন কি ?
এর সোজা উত্তরে বলা যায় , ডোমেইন একটা নাম । আমরা যখন কোনো ওয়েবসাইটে যায় তখন তার একটা লিংক থাকে , খেয়াল করবেন । ধরি
https://grathor.com/
একটি ওয়েবসাইটের লিংক
এখানে শেষের ডট কম টা ই হলো ডোমেইন ।

ডট কম একটাই কিন্ত নয় । আরো আছে অনেক । তবে আমাদের কাছে ডটকম ডোমেইন টাই বেশি গুরুত্বপূর্ণ । আর পরিচিত ও বটে ।

তাছাড়াও আরো রয়েছে ।
ডট ওআরজি (.org) ,
ডট বিডি (.bd)
ডট ওওও( .ooo)
ডট টিকে (. tk )
ডট ইডু (.edu) ইত্যাদি আরো অনেক অনেক আছে ।

সবচেয়ে পপুলার হলো ডটকম ডোমেইন নেম ।

যদি আপনি একটা ওয়েবসাইট বানাতে চান তাহলে আপনার একটা ডোমেইন নাম কেনা লাগবে এটা ফ্রিতে পাওয়া যায় না । অনেকসময় তো এর নামই পাওয়া যায় না  ।

কিন্তু ডট টিকে (. tk ) এটা একটা ফ্রী ডোমেইন নেম । এটাকে আপনারা ফ্রী তে নিতে পারবেন । তবে ফ্রিএর চেয়ে আপনি কিনে নিলে ভালোই হয় । এটার ভ্যালু এক রকম আর ফ্রিতে পাওয়া কেমন হয় তাতো জানেন তাই না ?

ডোমেইন কি ওয়ার্ডপ্রেস/ ব্লগস্পট এ ব্যবহার করা যাবে ?

জি ,হা, আপনারা ডোমেইন নেম কিনে নিয়ে যেকোন এক জায়গায় বসাতে পারবেন  । তবে আপনি যদি অনেক গুলো কিনেন তাহলে কিনে লাগাতে পারেন কোনো সমস্যা নেই ।

ডোমেইন নাম কিনবেন কোথা থেকে ?
ডোমেইন কি সেটা তো বুঝলেন । কিন্তু সমস্যা হলো কিনবেন কোথায় থেকে । ডোমেইন কিনতে পারেন
গোড্যাডি (godady)
নেমচিপ ( namechip )

সবচেয়ে কম দামে ডোমেইন হোস্টিং কিনুন বাংলাদেশী সাইট Mylighthost থেকে

থেকে কিনতে পারেন । এগুলোর সার্ভিস গুলো ভালো । আরো অনেক আছে তবে আমার কাছে এই দুটোই ভালো মনে হয়েছে ।
আপনি এখান থেকে অনেক সহজে অনেক ইজিতে কিনতে পারবেন  ।  তবে বাংলাদেশ থেকে কিনতে গেলে আপনি হয়তো একটু সমস্যায় পড়তে পারেন , পেমেন্ট দেওয়ার বিষয় টা নিয়ে । যাদের পেমেন্ট করার কিছু নেই তাদের ।

এই ছিলো আজকের প্রশ্ন আর উত্তর । ধন্যবাদ সবাইকে ।

ডোমেইন কি ? কোথা থেকে কিনবেন?

Related Posts

9 Comments

মন্তব্য করুন