ভোটার আইডি কার্ড এক এলাকা থেকে অন্য এলাকায় স্থানান্তর করার পদ্ধতিঃ
ভোটার এলাকা স্থানান্তর একটি গুরুত্বপূর্ণ বিষয় তবে অনেকেই স্থানান্তরের সঠিক পদ্ধতি না জানার কারণে দালালের হাত ধরতে বাধ্য হচ্ছেন। তবে আমি আজ আপনাদের জানাবো কিভাবে কোন দালালের হাত না ধরে নিজেই নিজের ভোটার এক এলাকা থেকে অন্য এলাকায় স্থানান্তর করবেন।
মনে রাখবেন ভোটার এলাকা স্থানান্তর সম্পূর্ণ ফি অর্থাৎ কোন প্রকার টাকা পয়সা লাগে না।
মনে রাখবেন ভোটার এলাকা স্থানান্তর সম্পূর্ণ ফি অর্থাৎ কোন প্রকার টাকা পয়সা লাগে না।
মনে রাখবেন ভোটার এলাকা স্থানান্তর সম্পূর্ণ ফি অর্থাৎ কোন প্রকার টাকা পয়সা লাগে না।
ভোটার আইডি কার্ড এক এলাকা থেকে অন্য এলাকায় স্থানান্তর করার পদ্ধতিঃ
কোন করণ বশত অনেক মানুষেরই ভোটার এলাকা স্থানান্তর করতে হয়।
ভোটার আইডি কার্ড এক এলাকা থেকে অন্য এলাকায় স্থানান্তর করার পদ্ধতিঃ
আবেদন পত্রের সাথে যা জমা দিতে হবেঃ
১। আবেদনকারীর NID এর ফটোকপি।
২। যে এলাকায় স্থানান্তরণ হবেন সে এলাকার নাগরিকত্ব সনদ।
৩। যে এলাকায় স্থানান্তরণ হবেন সে এলাকার বিদ্যুৎ বিল/ পানি বিল/ ট্যাক্স বা চৌকিদারি রশিদ।
৪। ফরম-১৩ এর ২য় পৃষ্ঠায় আবেদনকারীকে সনাক্তকারী হিসেবে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধির NID নাম্বার সহ নাম ও স্বাক্ষর সিল থাকতে হবে।