🌷হ্যালো বন্ধুরা🌷
কেমন আছেন সবাই। আশা করি ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা আজকে আমি একটি নতুন এবং খুবই গুরুত্বপূর্ণ ট্রিক্স নিয়ে হাজির হলাম। আজকের আমার এই ট্রিক্সটি শুধুমাত্র যারা ল্যাপটপ, কম্পিউটার ব্যবহার করেন তাদের জন্য।
আপনারা যারা কম্পিউটার কিংবা ল্যাপটপ ব্যবহার করেন তারা হয়তো অনেক সময় সিডি রম খারাপ থাকার কারণে কিছু কিছু কাজ করতে পারেন না এমনকি কম্পিউটারে নতুন করে উইন্ডোজ দিতেও পারেন না।
শুধু তাই নয় এখন বাজারে একটি নতুন ধরনের ল্যাপটপ বের হয়েছে, যা নোটবুক নামে পরিচিত। এই নোটবুক সাধারণ ল্যাপটপের চেয়ে একটু ছোট হলেও, এটি ব্যবহার করতে অনেকেই পছন্দ করেন। তবে এর একটি সমস্যা হল এটিতে সিডি-রম থাকেনা। তাহলে আপনারা কিভাবে এটিতে নতুন করে উইন্ডোজ সেটাপ দিবেন!
সে সম্পর্কে আজকে আমার এই ছোট্ট টিপস এন্ড ট্রিকস। তো বন্ধুরা এর জন্য ছোট্ট একটি সমাধান যা আপনারা খুব সহজেই করতে পারবেন।
আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক-
সিডি-রম না থাকলেও আপনারা আপনাদের কম্পিউটারে নতুন করে উইন্ডোজ দিতে পারবেন। এর জন্য আপনাদের যা করতে হবে তা হল একটি পেনড্রাইভ বুটেবল করে নিতে হবে। পেনড্রাইভ বুটেবল করার মাধ্যমে আপনারা আপনাদের কম্পিউটারে নতুন করে উইন্ডোজ দিতে পারবেন।
বুটেবল করার জন্য যা যা দরকার
1️⃣ একটি পেনড্রাইভ
2️⃣ Rufus Software Download Now
3️⃣ Windows ISO File
আপনারা যে উইন্ডোজ টি সেটআপ দিতে চান, সেই উইন্ডোজ এর একটি ISO ফাইল ডাউনলোড করে নিবেন। আপনারা চাইলে নিচে দেয়া ডাউনলোড অপশন থেকে আপনার পছন্দমত উইন্ডোজ ডাউনলোড দিতে পারেন।
Windows XP ISO download now
Windows 7 ISO download now
Windows 10 ISO download now
পেনড্রাইভ বুটেবল করার নিয়ম
📀 প্রথমে আপনার কম্পিউটারে পেনড্রাইভ টি ইনসার্ট করুন।
📀 এরপর Rufus Software টি ওপেন করুন।
📀 এরপরে আপনি সেই উইন্ডোজ সেটআপ দিতে চান সেটি Rufus Software এ ওপেন করুন।
📀 তারপর Start অপশনে ক্লিক করুন।
📀 এবার পেনড্রাইভ টি লোড হওয়া শুরু করবে, অপেক্ষা করুন লোড হয়ে গেলে Ready দেখাবে।
💽 এবার আপনার পেনড্রাইভ টি বুটাবল হয়ে গেছে।
💻 পেনড্রাইভ বুটেবল করা শেষ হলে সেটাপ দেয়ার জন্য প্রথমে কম্পিউটার রিস্টার্ট দিন।
💻 এরপর বুট অপশন এ গিয়ে প্রাইমারি বুট হিসেবে ইউএসবি ডিভাইস সিলেক্ট করুন।
💻 এবার আপনি অতি সহজেই আপনার কম্পিউটার এ নতুন করে উইন্ডোজ সেটআপ দিতে পারবেন।
বন্ধুরা এই হল আজকের ট্রিক্স আশা করি ভালো লেগেছে। পরবর্তী দিয়ে আরো নতুন নতুন ট্রিক্স নিয়ে হাজির হব সেই আশা ব্যক্ত করে শেষ করছি।
🌺ধন্যবাদ🌺