বিভিন্ন সাইটে সিকিউরিটি
এবার আপনাকে ট্রাস্টেড সাইট সিকিউরিটি অ্যাডজাস্ট করতে হবে ।
এইভাবে করতে হবে ঃ
- ট্রাস্টেড সাইট সিকিউরিটি অ্যাডজাস্ট করুন।
- তারপর রিস্টিক্টেড সাইট অ্যাডজাস্ট করুন ।
- তারপর উইনডো থেকে ওকে বাটন প্রেস করে বেরিয়ে আসুন ডেস্কটপে ।
উইনডোজ ফায়ারওয়াল সিকিউরিটি
ইন্টারনেট এক্সফ্লরার সিকিউরিটি চেক করা হয়েছ । এখন আপনার কম্পিউটারে কোন আন অথোরাইজড ফাইল বা ভাইরাসযুক্ত ফাইল ইনফেক্টড হওয়ার আগে আপনাকে সতর্ক করবে । এখনই ব্রাউজ করার আগে উইনডোজ ফায়ারওয়াল সিকিউরিটি চেক করে নিন ।
- উইনডোজের ডেস্কটপে অবস্থান করুন ।
- এবার টাস্কবারের স্টার্ট মেনুতে ক্লিক করে সেটিং মেনুতে ক্লিক করুন ।
- পরবর্তিতে প্রদর্শিত তালিকা থেকে কন্টোল পেনেল সিলেক্ট করুন । এর পর নিচে কন্টোল পেনেলের আইকন পদর্শিত হবে ।
- উক্ত আইকনগুলোর মধ্যে থেকে উইনডোজ ফায়ারওয়াল নামক আইকনের উপর ডাবল ক্লিক করুন ।
- এই উইনডোজ থেকে উপরের অন এর বামদিকের রেডিও বাটনে ক্লিক করে সেটা সিলেক্ট করুন ।
- এবার উক্ত উইনডো থেকে ওকে বাটন ক্লিক করুন ।
এর ফলে আপনার উইনডোজ ফায়ালওয়াল আক্টিভ করা হলো । এর ফলে কোন আনঅথোরাইজড বা ভাইরাসযুক্ত কোন সাইট কিংবা আপনার কম্পিউটারে ক্ষতি হতে পারে এমন ধরনের কোন সাইট ওপেন হওয়ার আগে আপনার কাছে অনুমতি চেয়ে সকর্ত করার গুরুত্বপুর্ন কাজটি উইনডোজের ইন্টারনেট সিকিউরিটি ।
অটো আপডেট বাতিলকরন
এবার আপনাকে উইনডোজের অটো আপডেট বাতিল করতে হবে । এই কাজের জন্য আপনার প্রয়োজন হবে কন্টোল পেনেল উইনডোর মধ্যে থেকে সিকিউরিটি সেন্টার নামক আইকটি ।
আপনার সামনে উক্ত কন্টোল পেনেল উইনডোজটি খোলা না থাকলে আগের নিয়ম মত ওপেন করে নিন ।
- এবার কন্ট্রোল প্যানেল উইনডোতে প্রদর্শিত বিভিন্ন আইকনের মধ্যে থেকে সিকিউরিটি সেন্টার নামক আইকনে ডাবল ক্লিক করে সেটা ওপেন করুন ।
- সেখানে তিনটি অপশন প্রদর্শিত হয়েছে এগুলোর মধ্যে দুটো অপশনের কাজ সম্পন্ন করা হয়েছে । এবার তৃতীয় অপশ্ন মানে অটোমেটিক আপডেট অপশনের কাজ করতে হবে ।
- উক্ত উইনডো থেকে অটোমেটিক আপডেট লিংকে ক্লিক করুন । আগের অপশনের যান উক্ত অপশনটি চিহ্নিত করা হয়েছে ।
- এর ফলে একটা উইনডো প্রদর্শিত হবে ।
- উক্ত উনডো থেকে ট্রান অফ আটোমেটিক আপডেট এর বামদিকের রেডিও বাটানে ক্লিক করুন ।
- তারপর উক্ত উইনডো থেকে ক্লোজ বক্সে ক্লিক করে বেরিয়ে আসুন । এই সাথে কন্ট্রোল প্যানেল থেকে ও বেরিয়া আসুন ।
এই ভাবে আপনার উইনডোজের ইন্টারনেট সিকিউরিটি সম্পুন্ন হলো।
আপনি যদি কম্পিউটারে বিভিন্ন সাইটে সিকিউরিটি আক্টিভ না করে থাকবেন । তাহলে বিভিন্ন ওয়েবসাইট ইনস্টল হয়ে যাবে এবং ডেটা সেব হয়ে যাবে যা আপনি সেটআপ দেওয়া ছাড়া উপায় নাই । তাই আপনাকে ফায়ারওয়াল সিকিউরিটি এক্টিভ করতে হবে । এবং লোক্যাল সিকিউরিটি, আপনি ইন্টারনেট কানেকশন সারাক্ষন এক্টিভ রাখলে হয়ত আপনার কম্পিউটারে বিভিন্ন সাইট থেকে সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে । বা সাইট সেব হয়ে যাবে , সাথে সাথে ভাইরাসে আক্রমন করবে । আপনি ইন্টারনেট সিকিউরিটি এক্টিভ করে রাখবেন তাহলে আপনি নিরাপন । কোন সফটওয়্যার ইনস্টল হতে গেলে আপনাকে একটা মেসেজ দিবে আপনি গ্রহন না করলে আর সফটওয়্যার টি ইনস্টল হতে পারবে না । তাই আপনার এই সব সিকিউরিটি এক্টিভ করা বাধ্যতামূলক ।
আমরা জানলাম ইন্টারনেট কানেকশন চেক ,ইন্টারনেট কানেকশন ডিজেবল করা ,ইন্টারনেট কানেকশন এক্টিভ করা , ইন্টারনেট সিকিউরিটি এক্সপ্লোয়ার সিকিউরিটি ,লোক্যাল সিকিউরিটি , বিভিন্ন সাইটে সিকিউরিটি , উইনডোজ ফায়ারওয়াল সিকিউরিটি । এবং পূর্বে আউটসোর্সিং ও জানলাম । আমাদের সাথে থাকোন তাহলে বিভিন্ন ইন্টারনেট সাইটের তথ্য জানতে এবং উনডোজ নিয়ে তথ্য পেতে । আমি পরবর্তিতে আউটসোর্সিং একটা সাইট নিয়ে আপনাদের কাছে হাজির হব ।