ইউটিউব বিশ্বের একটি প্রসিদ্ধ ভিডিও প্লাটফর্ম। এখানে প্রতিদিন কোটি কোটি ভিডিও আপলোড হয়। ইউটিউবের নাম জানি না বা ইউটিউবে সময় ব্যায় করি না। এমন মানুষ বর্তমান বিশ্বে পাওয়া খুব কঠিন। বলতে গেলে পাওয়াই যাবে না্। এখানে অনেক টাইপের ভিডিও থাকে যেমন: মুভি, গান, কার্টুন, নাটক, সিরিয়াল, মোটকথা আপনি যা দেখতে চাবেন তাই দেখতে পারবেন। কিছু জিনিস বাদে। তো আমরা যেহেতু ইউটিউব সম্পর্কে একটা ধারণা পেলাম সেহেতু আর বকবক না করে মূল বিষয়ে আসি। আমরা ইউটিউবে সময় ব্যায় করে নানা জন নানা ধরণের ভিডিও দেখি। আবার এর মধ্যে কিছু ভিডিও যেগুলো খুবই ইনট্রেস্টিং তো আমরা চাই এগুলো আমরা ডাউনলোড করে সংরক্ষণ করে রাখি যাতে পরে এই ভিডিও গুলো আবার দেখতে পারি। বিশেষ করে যারা মোবাইল ডাটা ব্যবহার করি তাদের জন্য। তো এন্ড্রয়েড ফোনের জন্য তো অনেক সফটওয়্যার আছে যেমন: ভিডমেট, স্নাপটিউব। কিন্তু??? কম্পিউটারের জন্য কি আছে। অনেকেই বলবে আই ভি এম দিয়ে ডাউনলোড করা যায়। আমি আই ভি এম দিয়ে ডাউনলোড করা যায়। কিন্তু আই ভি এম সফটওয়্যার সহজে ব্যবহার করা যায় না্ এবং যারা বেসিক লেভেলের কম্পিউটার ইউজার তারা তো এটা ব্যবহার করতে পারবে না। আর অনেক ক্ষেত্রেই আই ভি এম ফ্রী ব্যবহারও করা যায় না। অনেক ইউটিউব ভিডিও দেখায় যে আপনি সারা জীবন ফ্রীতে আই ভি এম ইউজ করতে পারবেন কিন্তু পড়ে দেখা যায় পুরোটাই ফেক। এই জন্য আপনাদেরকে আজ আমি উক্ত আর্টিক্যেলে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব। যেটা দিয়ে আপনি একদম ফ্রীতে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন এবং সবচেয়ে সহজ ভাবে। আসুন শুরু করি।
সফটওয়্যারটির নাম হচ্ছে Savefrom.net helper এবং সফটওয়্যারটির লিংক: https://en.savefrom.net/1-youtube-video-downloader-4/
আপনি উক্ত লিংকে প্রবেশ করার পর দেখবেন প্রথমে উপরে বড় করে লেখা ডাউনলোড এবং একটু নীচে ছোট করে লেখা ইনস্টল। আপনি ইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন একটা ফাইল ডা্উনলোড হবে। অতঃপর আপনি উক্ত এপ্লিকিশনটি আপনার ফাইল থেকে অপেন করে ইন্সটল করবেন। অতঃপর আপনি ইউটিউবে প্রবেশ করবেন দেখবেন ইউটিউবের সাবস্ক্রাইব বাটনের পাশেই একটি সবুজ
রংয়ের ডাউনলোড বাটন শো করবে। এবং দেখুন ডাউনলোড এর পাশে 720 এটা হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি। আপনি এটার উপর ক্লিক করে আপনার ভিডিওর কোয়ালিটি বাড়াতে এবং কমাতে পারবেন। এবং আপনি শুধু অডিও ডাউনলোড করতে পারবেন। আবার দেখা হবে অন্য কোন আর্টিক্যেলে। ভালো থাকুন সুস্থ থাকুন এবং গ্রাথর ডট কম য়ের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ