Amazon Prime এর সবকিছু

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় আনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের টপিক নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদের সাথে Amazon Prime সম্পর্কে যতকিছু আছে তা সব কথা বলব।

# সূচনাঃ

আ্যমাজন হচ্ছে বর্তমান কালে বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি। এর মালিকের নাম হচ্ছে জেফ বেজস।
তিনি অনেকবার বিশ্বের সবচেয়ে ধনীর তালিকায় ১ নম্বরে গিয়েছে। এখনও সে সবচেয়ে ধনীদের তালিকায় রয়েছে। বর্তমানে সে তৃতীয় স্থানে রয়েছে। তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১৬৫.৩ বিলিয়ন ডলার। আর তার প্রায় সবটুকুই সে আ্যমাজন থেকে পেয়েছে। সাম্প্রতিককালে তারা একটি পেইড সাবস্ক্রিপশন বেসড সার্ভিস বের করেছে। যেসব দেশে আ্যমাজনের সার্ভিস রয়েছে সেসকল দেশে আ্যমাজন প্রাইমও রয়েছে।

# Amazon Prime কিভাবে শুরু হয়

প্রথমে ২০০৫ সালে আ্যমাজন ঘোষণা দেয় যে তারা একটি মেম্বারশিপ বের করতেছে। মেম্বারশিপটি নিলে কেউ ফ্রীতে ২ দিনের মধ্যে ইউএসএ এর যেকোনো স্থানে ডেলিভারি পাবে। তাই সেসময় মেম্বারশিপটি শুধু ইউএস এর মধ্যেই কেনা জেত। এই মেম্বারশিপের জন্য বাৎসরিক ৭৯ ডলার (২০২১ সালের হিসেবে প্রায় ১০৫ ডলার) দেওয়া লাগত।
২০০৭ সালে তারা প্রাইম জার্মান, জাপান, ইউনাইটেড কিংডমে লঞ্চ করে।
২০০৮ সালে তারা প্রাইম ফ্রান্সে লঞ্চ করে।
২০১১ সালে ইতালিতে ও ২০১৩ সালে কানাডায়।
২০১৬ সালে ভারতে, ২০২০ সালে তুর্কিতে ও ২০২১ সালে সুইডেন ও পোল্যান্ডে আ্যমাজন প্রাইম লঞ্চ হয়।
এখন পর্যন্ত মোট ২২টি দেশ থেকে আ্যমাজন প্রাইম ক্রয় করা যায়।

তারা ডেলিভারি সার্ভিসের সাথে সাথে Amazon Video তাদের মেম্বারশিপের সাথে আ্যড করে। ২০১৪ সালের মার্চ মাসে তারা আ্যমাজন প্রাইমের মূল্য ৭৯ ডলার থেকে ৯৯ ডলার করে। তারা কিছুসময় পর তারা Amazon Music কে প্রাইমের সাথে যুক্ত করে। ২০১৪ সালের নভেম্বরে তারা Prime Photos আ্যড করে। ২০১৫ সালের মে মাসে আ্যমাজনরা ইউএস এর ১৫টি মেট্রোপলিটনে একই দিন ডেলিভারি সার্ভিস চালু করে। ২০১৬ সালের সেপ্টেম্বরে আ্যমাজনরা টুইচ ক্রয় করে এবং টুইচ প্রাইমকে আ্যমাজন প্রাইমের সাথে ফ্রীতে দেওয়া শুরু হয়। পরবর্তীতে তারা আরও অন্যান্য গেইম কোম্পানির সাথে পার্টনারশিপ আরম্ভ করে ও প্রাইম মেম্বারদের ফ্রীতে গেইম কারেন্সি দেওয়া শুরু করে।

২০১৬ সালের ডিসেম্বর তারা আ্যমাজন প্রাইমকে বাৎসরিকের পাশাপাশি মাসিক হিসেবে মেম্বাশিপও লঞ্চ করে। যার মূল্য ছিল ১০.৯৯ ডলার। পরবর্তীতে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তার মূল্য হয় ১২.৯৯ ডলার। তারপর ২০১৮ সালের মে মাসে তারা বাৎসরিক মেম্বারশিপের মূল্যটি ৯৯ ডলার থেকে ১১৯ ডলার করে।

# Amazon Primer এর বর্তমান অবস্থা ও employee:

আ্যমাজন প্রাইমের বর্তমান অবস্থা অনেক ভালো। তাদের বর্তমানে অনেক ব্যবহারকারী। Wikipedia ও Satista এর মতে আ্যমাজন প্রাইমের বর্তমানে ২০০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে। AllTopEveryThing এর মতে স্ট্রিমিং সার্ভিসের দিক থেকে আ্যমাজন প্রাইম ভিডিও (আ্যমাজন প্রাইমের একটি প্রোডাক্ট) ২য় নাম্বারে রয়েছে।

২০১৯ সাল অনুসারে আ্যমাজনের মোট চাকুরীজীবীর সংখ্যা সাত লক্ষ আটানব্বই হাজার (৭৯৮০০০)। আ্যমাজনের চাকুরীজীবিরা যদি আ্যমাজন ক্রয় এবং এবং কোনো কিছু একটা অর্ডার দেয়। তাহলে তারা তাতে ১০% ডিসকাউন্ট পাবেন। আর সর্বোচ্চ ডিসকাউন্টের পরিমাণ ১০০ ডলার যার জন্য তাদের ১০০০ ডলার খরচ করতে হবে।
আ্যমাজন প্রাইমের মালিক হচ্ছে আ্যমাজন। এর মানে আ্যমাজনের মালিক ও কি পিপোলরাই হচ্ছে প্রাইমেরও কি পিপোল। আ্যমাজন প্রাইমের কি পিপোল হচ্ছেঃ

জেফ বেজোস আ্যমাজন তথা আ্যমাজন প্রাইমে এক্সিকিউটিভ চেয়ারম্যান / চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনিই আ্যমাজন কোম্পানিটির তৈরিকারী। তিনি ১৯৯৪ সালে আ্যমাজন তৈরি করেন। এবং কোম্পানি পাবলিক হওয়ার পর থেকে তিনিই চেয়ারম্যামের দায়িত্ব পালন করেন।

আ্যন্ডি জ্যাসি আ্যমাজন তথা আ্যমাজন প্রাইমে প্রেসিডেন্ট ও সিইও এর দায়িত্ব পালন করেন। তিনি আ্যমাজনে ১৯৯৭ একজন মার্কেটিং ম্যানেজার হিসেবে যোগদান করেন। ২০১৬ সালের এপ্রিল মাসে তাকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট থেকে সিইও পদে উন্নীত করা হয়।

# আ্যমাজন প্রাইমের জনপ্রিয়তাঃ

আ্যমাজন প্রাইম বিশ্বের সবচেয়ে বিখ্যাত পেইড সাবস্ক্রিপশন সার্ভিসের মধ্যে একটি।
২০১৫ সালে তাদের ব্যবহারকারীর সংখ্যা ছিল ৪৬ মিলিয়ন।
২০১৬ সালে তাদের ব্যবহারকারীর সংখ্যা ছিল ৬৫ মিলিয়ন।
২০১৭ সালে তাদের ব্যবহারকারীর সংখ্যা ছিল ১০০ মিলিয়ন।
২০১৮ সালে তাদের ব্যবহারকারীর সংখ্যা হয় ১২৫ মিলিয়ন।
২০১৯ সালে তাদের ব্যবহারকারীর সংখ্যা হয় ১৫০ মিলিয়ন।
২০২০ আয়ালে তাদের ব্যবহারকারীর সংখ্যা হয় ২০০ মিলিয়ন।

উপরের তালিকা থেকে দেখতেই পারতেছেন যে আ্যমাজনের ব্যবহারকারীর সংখ্যা কিভাবে বৃদ্ধি পাচ্ছে ও এটা বর্তমানেও কতটা বিখ্যাত।

# বাংলাদেশ থেকে কেনার উপায়

বাংলাদেশ থেকে আপনি অফিসিয়ালি আ্যমাজন প্রাইম কিনতে পারবেন না। আ্যমাজন প্রাইম তো দূরে থাক আ্যমাজনই বাংলাদেশে নেই। তবুও আনঅফিসিয়ালি বাংলাদেশ থেকে আ্যমাজন প্রাইম কিনতে পারবেন। কিন্তু এতে রিস্ক আছে কারণ আপনাকে একজন সেলারের কাছ থেকে এটি কিনতে হবে। তাই সে আপনার টাকা মেরেও দিতে পারে। তাই সাবধানে পরিচিত সেলারের কাছ থেকেই কিনবেন।

# বাৎসরিক ইনকামঃ

২০১৮ সালে আ্যমাজন প্রাইমের মোট বাৎসরিক ইনকাম ছিল ১৪.১৭ বিলিয়ন ডলার।
২০১৯ সালে আ্যমাজনের বাৎসরিক ইনকাম ছিল ১৯.২১ বিলিয়ন ডলার।
২০২০ সালে আ্যমাজনের বাৎসরিক ইনকাম ছিল ২৫.২১ বিলিয়ন ডলার।

তাদের বাৎসরিক ইনকাম প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে। ২০১৪ সালে তাদের বাৎসরিক ইনকাম ছিল ২.৭৪ বিলিয়ন ডলার আর ২০২০ সালে তাদের বাৎসরিক ইনকাম হয় ২৫.২১ বিলিয়ন ডলার। তাদের ইনকামের পার্থক্যটা তো স্পষ্ট।

তো আজকের জন্য এতটুকুই। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। আবার কয়েকদিন পর আপনাদের জন্য নতুন কোনো টপিক নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন সেই কামনায় আজকের জন্য বিদায় জানাচ্ছি। সাথেই থাকুন।

Related Posts

20 Comments

মন্তব্য করুন