হ্যালো বন্ধু,কেমন আছেন। আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি। আমাকে প্রাইসময় বিভিন্ন কাজে ব্যাস্ত থাকতে হয়।যার কারণে খুব বেশি একটা পোষ্ট করতে পারি না।
আপনারা যারা Ms word এ বাংলা লিখেন তারা নিশ্চই একটা সমস্যার সম্মুখিন হন,তা হলো বাংলায় র লেখার পর একটা space দিলে র এর জায়গায় ও হয়ে যায়। এইরকম আরো অনেক ধরনের সমস্যায় পরতে হয়। এতে আমাদের টাইপিং এ অনেক ভূল হয় এবং টাইপিং এর গতি কমে যায়।তাহলে আসুন আমি আপনাদের এই সমস্যার সমাধান করে দেই।
প্রথমে start menu থেকে all programs a click করুন। তারপর Microsoft office এ ক্লিক করুন। তারপর সেখান থেকে Microsoft offices word এ ক্লিক করুন, তাহলে ms word চালু হবে। তারপর সেখান থেকে tools menu থেকে auto correct options এ click করূন।
তারপর একটা window sow করবে, সেখান থেকে সবকয়টি টিক চিহ্ন তুলে দিতে হবে।তারপর OK তে ক্লিক করতে হবে।
এবার আপনার কাজ শেষ।বাংলা লেখার সময় আপনার আর কোনো সমস্যা হবে না। এবার থেকে নিশ্চিন্তে বাংলা লিখুন।
আমার টিউনটি ভালো লাগলে কমেন্ট করুন এবং বেশি বেশি শেয়ার করুন ।ভালো থাকবেন সবাই।