Niche Website তৈরি করে আয় করবেন কীভাবে? মাসিক আয় করুন লক্ষ লক্ষ টাকা। বিস্তারিত ব্লগ।

Niche (উপযুক্ত টপিক্স)ওয়েবসাইট তৈরি কিরে আয়

 

Niche Website কি??

একটি Niche Website হলো এমন একটি ছোটো ওয়েবসাইট যেখানে একটি নির্দিষ্ট টপিক্সের উপর লেখালেখি করা হয় এবং নির্ধারিত টপিক্স সংবলিত সকল মতামত শেয়ার করা হয়ে থাকেএতে এটা হয়ে ওঠে মজাদার এবং সকলের জন্য উপযোগী

একটি niche website হতে পারে কতগুকো পেজের অথবা শত পেজের একটা ওয়েবসাইটএর সাইজ কুলুঙ্গির উপর নির্ভর করে

  1. যারা একটি সুনির্দিষ্ট টপিক্সের উপর লেখালেখিতে ইন্টারেস্টেড এবং সম্পর্কে বিশাল ডোমেইন এবং এক্সপেরিয়েন্সড

উদাহরণ স্বরুপ আমরা চাইলে Yoga(যোগ) বিষয়টি নিয়ে একটি Niche Website খোলতে পারিআপনি একটি নির্ধারিত sub-domain বাছাই করে নিতে পারেন যেমনঃ ‘Yoga to lose weight.’ 

  1. যারা কথা বলায় পোক্ত এবং ভালো লেখালেখি করতে পারে তারা এবিষয়ে যোগ্যতা রাখে

 

যে সকল Skill দরকার– 

1.WordPress,Blogger ইত্যাদি সাব ডোমেইন এবং এর টুলস ব্যাবহার করে একটি Niche Website তৈরি করার সক্ষমতা

  1. বিভিন্ন সোশ্যাল সাইটে বিজ্ঞাপন হিসেবে নিজ সাইট প্রমোট করার সক্ষমতা

আপনি চাইলে একদিনের মধ্যে একটি Niche Website তৈরি করার প্ল্যান করতে পারেনভালো কন্টেন্ট লেখার ট্রাই করা সবচেয়ে জরুরি

Click here:১/ বাংলাদেশ থেকে ভেরিফাইড পে পাল একাউন্ট তৈরি করুন। ২/মাত্র ১ সপ্তাহে নিন ১৫ ডলারের গুগল প্লে গিফট কার্ড একদম ফ্রীতে।(Click)

৩/অনলাইন আয়ের কতগুলো বেস্ট বাংলাদেশী সাইট।জেনে নিন।(Click)

 

দরকারি পরামর্শ

1.আপনার পছন্দের সাব ডোমেইন নিয়ে একটি Niche Website এর সকল ধারনা লেখার চেস্টা করুন

  1. নিচের প্রশ্নগুলোর উত্তরগুলি খুঁজে পাওয়ার উপর ভিত্তি করে আপনার কুলুঙ্গি ধারণাটি বরাদ্দ রাখুন:

আপনার কুলুঙ্গির ভিজিটর এবং প্রতিনিয়ত শ্রোতা কত?

আপনার শ্রোতা কুলুঙ্গি সাইটের পণ্যগুলো কেনার জন্য অর্থ ব্যয় করার জন্য রাজি?

আপনি আপনার সাইটে পর্যালোচনা যা একাধিক পণ্য সম্বন্ধে ঠিকমতো জানেন?

এমন কোন এফিলিয়েট মার্কেট রয়েছে যা 50% এরও বেশি কমিশন সরবরাহ করে?

আপনার বিনিয়োগ বাজেট কি?

  1. অন্ততপক্ষে ১০০০ শব্দের ১০ টি আর্টিকেল লেখার চেস্টা করবেনএবং সেখানে ভালো কি ওয়ার্ড ব্যবহার করবেন, এতে অডিয়েন্স এর উপর মুগ্ধ হবে

4.অন্ততপক্ষে টি এফিলিয়েট প্রোগামে জয়েন দিন যেখানে আপনার প্রোডাক্ট বেচার জন্য মোট কমিশনের ৫০% এরও বেশি আপনাকে দিবে

  1. কিওয়ার্ড রিসার্চ করে Niche কন্টেন্ট গুলো লেখার চেস্টা করবেন এবং আপনার সাইটের রেংক ধরে রাখার জন্য SEO করিয়ে নিবেন
  2. অন্যান্য ব্লগারের সাহায্য নিতে পারেন এবং ব্লগিং নেটওয়ার্ক বজায় রাখতে পারেন

মনিটাইজ করবেন যেভাবেঃ

আপনার প্রোডাক্ট প্রমোট করার পাশাপাশি এফিলিয়েট প্রোগ্রামে জয়েন দিয়ে এর ভিজিটর অথবা প্রোডাক্ট সেলের লাগাতার চেস্টা করবেন

বেশি ভিজিটরের জন্য SEO সবচেয়ে জরুরি, সোশ্যাল মিডিয়া এড এবং পেইড এড দেয়ার চেস্টা করতে পারেন আবার আপনি চাইলে এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আপনার Niche Website অন্যান্যদের প্রোডাক্ট সেল করিয়ে দিতে পারেনএতে আপনার মোট কমিশনের ৫০% আপনার হবে

এরকম আরো ১০ টি Niche Website তৈরি করলে তো কথাই নেইAffiliate programme $৫০০ মাসিক আয়

Keyword: niche website,Niche website থেকে আয়,অনলাইন আয় বিডি,ওয়েবসাইট তৈরি করে আয়,ওয়েবসাইট থেকে আয়। 

 

Related Posts

7 Comments

মন্তব্য করুন