আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্! আমি মোঃ রিজওয়ানুল ইসলাম রুমী। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ্ খুব ভালো আছি। একটা কথা বলে রাখি, আপনারা যারা গ্রাথোরে কাজ করে ইনকাম করেন তারা সবাই কিন্তু একেকজন ফ্রিলান্সার। কেননা অনলাইনের মাধ্যমে যে ইনকাম করে তাকে তো এক হিসেবে ফ্রিলান্সারই বলা হয়।
আর বেশি কথা বলব না। আমার এই পোস্টটি কিন্তু খুবই সংক্ষিপ্ত, ৩৫০ শব্দের করা সম্ভব নয়। তবুও চেষ্টা করে যাচ্ছি ৩৫০ শব্দ করার। তো আজকে আমি আপনাদের মাঝে যে টিপস নিয়ে হাজির হয়েছি, তা হলো উইন্ডোজ সম্পর্কিত। অনেকের কম্পিউটারের উইন্ডোজ একটিভ করা থাকে না। একটিভ করার জন্য অনেকেই সফটওয়্যার ইউজ করে থাকেন, আবার অনেকে করেন না। আমি একটা সফটওয়্যার দিয়ে উইন্ডোজ একটিভ করার চেষ্টা করেছিলাম কিন্তু আমার উইন্ডোজ একটিভ হয়নি। বরং আমার এন্টিভাইরাস সফটওয়্যারটিতে উইন্ডোজ একটিভ করার সফটওয়্যারটি ভাইরাস হয়ে যাওয়ার কারণে ডিলিট করে দিয়েছে। তখনই আমি ভাবতে লাগলাম সফটওয়্যার ছাড়া উইন্ডোজ একটিভ করার। আমি বিষয়টি নিয়ে অনলাইনে অনেক ঘাঁটাঘাঁটি করার ফলে সফটওয়্যার ছাড়া উইন্ডোজ একটিভ করতে সক্ষম হয়েছি।
আর তাই আমি আপনাদের মাঝেও শেয়ার করতে চাই যে, কিভাবে কোনো সফটওয়্যারের মাধ্যম ছাড়াই আপনার একটিভ না থাকা উইন্ডোজ খুবই ইজিলি ভাবে একটিভ করতে পারবেন। তো চলুন শুরু করি আমাদের মূল টপিক যেভাবে আপনি খুব সহজেই কোনো রকম সফটওয়্যারের মাধ্যম ছাড়াই উইন্ডোজ একটিভ করতে পারবেন। উইন্ডোজ জেনুইন বা একটিভ করার ক্ষেত্রে কোনো সফটওয়্যারের প্রয়োজন পরবে না।
তবে একটিভ করতে হলে .cmd ইক্সটিনশনের একটা ফাইল প্রয়োজন পরবে। ফাইলটি নিতে হলে এই পেইজে লাইক দিয়ে ইনবক্সে মেসেজ দিবেন Windows active cmd file লিখে। ফাইলটি পেয়ে যাবেন। ফাইলটি পাওয়ার পর ফাইলে মাউস কার্সর রেখে রাইট বাটন ক্লিক করে “Run as administrator” এ ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষন অপেক্ষা করবেন। যখন cmd এর কালো ব্যাকগ্রাউন্ডে windows active successfully লেখা দেখবেন, তখন ফাইলটি কেটে দিয়ে আপনার উইন্ডোজটি রিস্টার্ট দিবেন।
এখন আপনার উইন্ডোজ পার্মানেন্টলী একটিভ হয়ে গেছে। উইন্ডোজ একটিভ হয়েছে কিনা, তা জানার জন্য আপনার পিসির প্রোপাইটিজ এ গিয়ে দেখতে পারেন। আর কোনো ধরনের প্রবলেম ফেস করলে আমায় জানাবেন অথবা পেইজে মেসেজ দিবেন। এরকম আরো অনেক উপকারী পোস্ট করব ইনশাআল্লাহ্। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে আমি প্রতিদিন এরকম উপকারী পোস্ট করার চেষ্টা করব। আমার পোস্ট অনেক ক্ষেত্রে ৩৫০ শব্দের কম হয়ে থাকে, কিন্তু খুব উপকারে আসে অনেকের। ধন্যবাদ।