বিসমিল্লাহি রহমানের রাহিম
সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মানুষ
আসসালামুয়ালাইকুম
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন
আপনারা যাতে ভাল থাকেন এবং সুস্থ থাকেন এটাই আমরা চাই
মানুষ ও আর আগের মত নেই যুগের সাথে তাল মিলিয়ে চলতে চলতে প্রযুক্তির উন্নতির কারণে মানুষ এখন ডিজিটাল এর দিকে এগিয়ে যাচ্ছে
ইন্টারনেট কীভাবে মানুষের দৈনন্দিন জীবনে পরিবর্তন এনেছে
ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের কম্পিউটারগুলাের নেটওয়ার্কের নেটওয়ার্ক । বাণিজ্যিক কিংবা পেশাগত কাজে ইন্টারনেট ব্যবহার যেমন কাজকর্মের গতিকে বাড়িয়ে দিয়েছে তেমনি দৈনন্দিন বিভিন্ন প্রকার কাজে ইন্টারনেট মানব জীবনে বৈপ্লবিক পরিবর্তন এনেছে । সকালে ঘুম থেকে উঠে খাবার খাওয়া , পড়াশােনা করা , কোথাও বেড়াতে যাওয়া , আবহাওয়ার পূর্বাভাস শােনা , জন্মদিনের শুভেচ্ছা পাঠানাে এমনকি তথ্য আদান – প্রদানের ক্ষেত্রে মানুষ ইন্টারনেট ব্যবহার করছে । এক সময় মানুষ মোবাইলে শুধু কথা বলতে পারতো মোবাইলে
কিন্তু এখন যার সাথে মোবাইলে কথা বলবে তার চেহারা পর্যন্ত দেখতে পারবে
এটা বিজ্ঞানের আবিষ্কার বিজ্ঞান আমাদের জীবন টাকে অনেক এগিয়ে দিয়েছে
দৈনন্দিন জীবনে যেসব পরিবর্তন এনেছে তার কয়েকটি নিচে উল্লেখ
1: ঘরে বসেই ইন্টারনেটের সাহায্যে কেনা – কাটা করা ও খাবারের অর্ডার দেওয়া যায় ।
2: GPS সিস্টেম ব্যবহার করে অচেনা জায়গায় সহজেই পৌছনাে যায় ।
3: ব্যবসা – বাণিজ্যের খোঁজখবর নেওয়া , আর্থিক লেনদেন করা , ঘরে বসেই অফিস পরিচালনা করতে পারা যায় 4: ই – মেইলের মাধ্যমে শুভেচ্ছা কার্ড পাঠানাে যায় । এছাড়া ব্যক্তিগত প্রয়ােজনীয় তথ্য আদান – প্রদান করা যায় ।
5: দূরবর্তী স্থান থেকে ভিডিও কনফারেন্সিং – এর মাধ্যমে সরাসরি মতবিনিময় সভায় অংশগ্রহণ করা যায় ।
6: টেলিকনফারেন্সিং – এর মাধ্যমে চিকিৎসা সেবা গ্রহণ করা যায় ।
7: ইন্টারনেট ব্যবহার করে বিমান ও রেলের টিকিট সংগ্রহ করা যায়
8:গবেষণামূলক কাজ পরিচালনা করা যায় । সুতরাং দেখা যায় , ইন্টারনেটের ব্যবহার আমাদের দৈনন্দিন কাজ কর্মকে আর ও সহজ ও গতিশীল করে মানব সভ্যতার পরিবর্তন এনে দিয়েছে ।
বলা যেতে পারে দৈনিন্দ জীবনে প্রত্যেক টা মিনিট প্রত্যেক টা সেকেন্ড আমরা ইন্টারনেট ব্যবহার করে থাকি সবাই
ইন্টারনেটে আমাদের জীবন কে পুরো চেঞ্জ করে দিয়েছে
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা
আশা করি আপনারা দৈনিন্দ জীবনে
ইন্টারনেটের ব্যবহারের বিষয়টা আপনারা সবাই বুঝতে পারছেন
জীবনে সৎ পথে চলুন মানুষের সেবা করুন এবং
মানব জীবনে এগিয়ে যান
আজকের পোষ্টটি পড়ে কেমন লাগলো?
যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন।
আজ এ পর্যন্তই ভাল থাকেন সুস্থ থাকেন জীবনে এগিয়ে যান
আল্লাহ হাফেজ