বর্তমানে ল্যাপটপ এবং কম্পিউটার ব্যবহারকারী সকলের কাছেই উইন্ডোজ একটি খুবই পরিচিত এবং জনপ্রিয় শব্দ। উইন্ডোজ হল এক ধরনের অপারেটিং সিস্টেম। এটি কম্পিউটার ব্যবহারকারীদের কম্পিউটার ব্যবহার সহজ করে দেয়। উইন্ডোজ ১০ হল অপারেটিং সিস্টেম নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট এর সর্বশেষ সংস্করণ। সাধারণত উইন্ডোজ ৮ নিয়ে নির্মাতা প্রতিষ্ঠানটি যতটা আশাবাদী ছিল তা পুরোপুরি বিফলে যায়। তাই নির্মাতা প্রতিষ্ঠান উইন্ডোজ ৮ থেকে সরাসরি উইন্ডোজ ১০ বাজারে উন্মুক্ত করেছিলেন। যে সকল পণ্যগুলো সাধারণত মানুষের জীবনে প্রভাব রাখতে পারে সেই সকল ইন্টারনেট পণ্যগুলো একই অপারেটিং সিস্টেমে নিয়ে আসার পরিকল্পনা থেকে সাধারণত উইন্ডোজ ১০ বাজারে আনা হয়। পূর্বেে ব্যবহৃত সকল অপারেটিং সিস্টেমকে ছাড়িয়ে যাবে উইন্ডোজ ১০। এমন আশাবাদই ব্যক্ত করেছেন উইন্ডোজ নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। মাইক্রোসফট উইন্ডোজ ১০ এর অনেক চমক রেখেছেন। তার মধ্যে একটি চমক হলো ভার্চুয়াল সহযোগী কটানাকে যুক্ত করে দেয়া।ভার্চুয়াল সহযোগী কটানা উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের কথোপকথোনের মাধ্যমে সহযোগীতা প্রদান করবে। উইন্ডোজ ১০ আমাদের নতুন যুগের কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা প্রদান করে।এর নতুন নতুন ফিচার কম্পিউটার ব্যবহারকারীদের জন্য বেশ উপকারীতা প্রদান করবে। উইন্ডোজ নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট লাখো লাখো ব্যবহারকারীর অভিজ্ঞতা নিয়ে উইন্ডোজ ১০ এর নকশা প্রনয়ণ করেছেন।উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম এর এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে বিভিন্ন এপ্লিকেশন নির্মাতারা এক্সবক্স, ট্যাব,ল্যাপটপ, ডেক্সটপ এর জন্য বিভিন্ন ধরনের এপস তৈরি করতে পারবেন। পূর্ব সে সকল ব্যবহারকারীরা উইন্ডোজ এর সর্বশেষ সংস্করণ ব্যবহার করেছেন তারা বিনামূল্যে উইন্ডোজ ১০ আপগ্রেড করে নিতে পারবেন। এই সুবিধাটি শুধুমাত্র উইন্ডোজ ফোন ব্যবহারকারীদের ক্ষেএে প্রযোজ্য। আগের সকল উইন্ডোজ ব্যবহারকারীরা ১ বছর বিনামূল্যে উইন্ডোজ ব্যবহারের সুবিধা ভোগ করতে পারবেন। উইন্ডোজ ১০ নির্মাতা প্রতিষ্ঠান কটানার সাথে সাথে স্পাটান কোড নতুন ব্রাউজার হিসেবে যুক্ত করে দিয়েছে। ইন্টারনেটের এক্সপ্লোরার বিকল্প হিসেবে ভাবা যায় এই নতুন স্পাটান কোডটি। স্পাটান কোডটি মোবাইল এবং উইন্ডোজ চালিত যেকোনো যন্ত্রে ব্যবহার করা যাবে। গেম লাভারদের জন্য উইন্ডোজ ১০ হতে পারে নতুন সসম্ভাবনার দুয়ার।কারণ গেমের আধিপত্যকে কেন্দ্র করে নির্মান করা হয়েছে উইন্ডোজ এর সর্বশেষ সংস্করণটি। এছাড়া উইন্ডোজ ১০ এর সাথে ইন্সট্যান্ট ম্যাসেজিং এপ্স হিসেবে স্কাইপিকে যুক্ত করে দিয়েছে।
Related Posts
ল্যাপটপ পরিষ্কার করার উপায়, কয়েকটি উপায়ে ল্যাপটপের যন্ত নিন যদি ল্যাপটপ অন্য কিছুর সাথে বহন করতেই হয় তাহলে বাজার থেকে…
🎉 Get ৳10000 Bonus! কম্পিউটার ফটো এডিটিং সফটওয়্যার / উইন্ডোজ এর ১০ টি ফটো এডিটিং সফটওয়্যার নিয়ে এসেছি আজকে আপনাদের…
🎉 Get ৳10000 Bonus! আমরা বর্তমানে আমাদের কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন প্রকারের কাজ সম্পন্ন করে থাকি। ইন্টারনেট থেকে শুরু করে…
🎉 Get ৳10000 Bonus! আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় আনেক…
🎉 Get ৳10000 Bonus! আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। বর্তমানে আমরা সবাই কম্পিউটার ব্যবহারের প্রতি…
6 Comments
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
nyc
excellent post
Sundor lekha
Ok
nice post
good