আসসালামু আলাইকুম!
📢 Promoted post: বাংলায় আর্টিকেল লেখালেখি করে ইনকাম করতে চান?
আশা করি সবাই ভালোই আছেন।
আমরা অনেকেই কম্পিউটার ব্যবহার করি কিম্তু Keyboard এর ব্যবহার ভালোভাবে জানি না।যার ফলে PC ব্যবহার করে মজা পাওয়া যায়।
আজ আপনাদের জন্য নিয়ে এলাম কম্পিউটার Keyboard এর শর্টকাট।আশা করি উপকৃত হবেন।
Keyboard shortcut:
>> F1: সাহায্য (Help). >> F2: নির্বাচিত ফাইল রিনেইম করা। >> F3: ফাইল খোঁজা। >> F4: অন্য কোনো ফোল্ডারে ফাইল মুভ করা। >> F5: বর্তমান উইন্ডো রিফ্রেশ করা। >> F7: ওয়ার্ড/ এক্সেল ডকুমেন্ট স্পেলিং ডায়লগ ওপেন করা। >> F10: মেনু বার চালু করা। >> CTRL+C: কপি। >> CTRL+X: কাট। >> CTRL+V: পেস্ট। >> CTRL+Z: আনডু। >> CTRL+B: অক্ষর বোল্ড করা। >> CTRL+U: অক্ষর আন্ডার লাইন করা। >> CTRL+I: অক্ষর ইটালিক করা। >> CTRL+K: হাইপারলিংক ডায়ালগ ওপেন হওয়া। >> CTRL+ESC: Start menu চালু। >> CTRL+ Home: ডকুমেন্ট এর শুরুতে যাওয়া। >> CTRL+ End: ডকুমেন্ট এর শেষে যাওয়া। >> CTRL+SHIFT+ESC: টাস্ক ম্যানেজার। >> CTRL+TAB: কোনো প্রোগ্রামের এক উইন্ডো থেকে অন্য উইন্ডোতে যাওয়া। >> CTRL+F4: একাধিক ডকুমেন্ট ইন্টারফেস সহ কোনো প্রোগ্রাম বন্ধ করা। >> CTRL+A: ফোল্ডারের সবগুলো আইটেম নির্বাচন করা। >> SHIFT+ DELETE: সরাসরি ফাইল ডিলিট করা। >> SHIFT+ right click: অতিরিক্ত শর্টকাট সহ মেনু। >> SHIFT+ double click: বিকল্প ডিফল্ট কমান্ড। >> SHIFT+F10: নির্বাচিত আইটেমের জন্য শর্টকাট মেনু। >> SHIFT: অটোরান বন্ধ করতে এটি চেপে ধরে রাখুন। >> SHIFT+ Windows Logo + M: মিনিমাইজ আনডু করা। >> Home: বর্তমান লাইনের শুরুতে যাওয়া। >> End: বর্তমান লাইনের শেষে যাওয়া। >> ALT+ F4: প্রোগ্রাম বন্ধ করা। >> ALT+TAB : অন্য কোনো চালু করা প্রোগ্রামে যাওয়া (সবগুলো প্রোগ্রাম দেখতে ALT চেপে ধরে TAB চাপুন)। >> ALT+ SPACE: মেইন উইন্ডো’র সিস্টেম মেনু দেখা। >> Windows Logo +L: কম্পিউটার লক করা। >> Windows Logo+ M: সব প্রোগ্রাম মিনিমাইজ করা। >> Windows Logo+F: Files অথবা Folders খোজাঁ। >> Windows Logo+V: ক্লিপবোর্ড চালু করা। >> Windows Logo+K: Keyboard Properties ডায়ালগ বক্স চালু করা। >> Windows Logo+I: Mouse Properties ডায়ালগ বক্স চালু করা। >> BACKPACE: পূর্ববর্তী ফোল্ডারে যাওয়া, (ইন্টারনেট ব্রাউজারের ক্ষেত্রে পুর্বের পেইজ) ধন্যবাদ পোস্টটি কষ্ট করে পড়ার জন্য।
tnx
nice post
Amazing
nice post
Ok
Nice
Thanks
nice post