ল্যাপটপ আমরা অনেকেই ব্যবহার করি,আর খুব অল্প সংখ্যক লোক এই আছেন যায়া ল্যাপটপ এর কাজ বা এটা কি এই বিষটি জানেনা। তাই চলুন ল্যাপটপ নিয়ে কিছু কথা আলোচলা করে আসি।
- আমরা যারা ল্যাপটপ কিনবো বলে চিন্তা করেছি তারা নিশ্চই ল্যাপটপ কি কাজের জন্য ব্যবহার করবো সেই বিষয়ে আগে সিদ্ধান্ত নিতে হবে।
- ল্যাপটপ বিভিন্ন রকমের হয়ে থাকে যেমনঃ গেইমিং ল্যাপটপ,গ্রাফিক্স এর কাজে,অফিস এর কাজে,সফটওয়ার ইত্যাদি কাজের উপর ভিত্তি করে ল্যাপটপ হয়ে থাকে।
- মনে করুন আপ্ননি খুব হাই পাওয়া এর একটা গেইমিং ল্যাপটপ কিনলেন।পরে ল্যাপটপ একটু ব্যবহার করেই দেখছেন খুব গরম হয়ে যাচ্ছে বা চার্জ তাড়াতাড়ি কমে যাচ্ছে।এটা কোন চিন্তার বিষয় নয়।
- আমরা মনে করি ভালো কনফিগারেশন এর একটা জিনিজ এতো টাকা দিয়ে কিনলাম কিন্তু এতাও গড়ম হয়,চার্জ থাকেনা। আমাদের ঠিক এখানেই চিন্তা করতে হবে।কারন হাই কনফিগারেশন এর ল্যাপটপ এ খুব হাই পাওয়ার এর প্রোসেসর থাকে তাই কাজ যেমন খুব অল্প সময়ে করতে পারে ঠিক তেমনি খুব অল্প সময়ে চার্জ ও কমে যেতে পারে।
- তাই আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি এই সব বিষয় নিয়ে ভয় পাবার কোন কারন নেই।
আর সব সময় যে কাজের জন্য ল্যাপটপ ব্যবহার করবেন ঠিক সেই কাজ উপযোগী ল্যাপটপ ক্রয় করবে।
(আল্লাহ্ হাফেজ)
📢 Promoted post: বাংলায় আর্টিকেল লেখালেখি করে ইনকাম করতে চান?
eisob faltu post bad den legta bujen na seta niye kotha na bolai valo
nc
good spelling
Nice
nice post
❤️❤️
Oh
Thanks
nice post
oh
ok