হ্যালো ভিউয়ারস কেমন আছেন। আশাকরি ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটা ট্রিকস নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে , আজ থেকে আপনাদের আর মাউস ব্যবহার করা লাগবে না, কিবোড ই মাউসের কাজ করবে।কি ভাবছেন এটা আসলে কি কোনো software, আপনারা যদি software ভেবে থাকেন তাহলে আপনাদের ভুল ধারনা। না এটা কোন software না, এই সিসটেম টা windows এ ই দেওয়া থাকে। যাই হোক কথা বারিয়ে আমার কাজ নেই,আসল কাজে আসি।
Windows 7 সিস্টেমের জন্যঃ
প্রথমে start এ যান
তারপর control panel
তারপর উপরের ডানপাশের view by থেকে Large lcon এ ক্লিক করতে হবে
ease of access center এ click করতে হবে
make the mouse easier to use এ Click করতে হবে
turn on mouse keys এ টিক দিতে হবে।
then,apply
setup mouse keys এ চাপ দিয়ে pointer speed and top speed থেকে Low or high করতে হবে,মাউস নারানোর সুবিধায়।
then,apply
এরপর কিবোড থেকে num lock on করুন। কিবোডের নিউমেরিক কি এর 4 চাপলে বামে,6 চাপলে ডানে,2 চাপলে নিচে,8 চাপলে মাউস কার্সর উপরে যাবে। মাউসের বামে ক্লিক করার জন্য 5 আর ডানে ক্লিক করার জন্য + চাপতে হবে।
কেমন লাগল আমার টিউনটি তা জানাতে কমেন্ট করুন। আমার সব বেস্ট টিউন পেতে আমার প্রোফাইলে যান।
সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।সবাইকে নমস্কার।