কম্পিউটার এর কিছু সমস্যা ও সমাধান (পার্ট -১)

আসসালামু আলাইকুম

আশা করছি সবাই ভালো আছেন

আজকে আমি কম্পিউটার এর কিছু troubleshooting নিয়ে কথা বলবো।

কম্পিউটার troubleshooting একটি ঝামেলা পুর্ন কাজ।তার পরও কম্পিউটার চলাতে গেলে এ কাজ করতে হয়। সত্যিকার অর্থে কম্পিউটারের troubleshooting করা অভিজ্ঞতার ব্যাপার। কারণ আপনি একটি করে সমস্যায় পরবেন সেটি সমাধান করবেন এভাবেই troubleshooting শিখতে হয়।আসলে কম্পিউটার সমস্যার শেষ নেই। কখন কোন কম্পিউটার এর কি সমস্যা হবে তা আগে থেকে বলা মুশকিল।

এখানে কমন কিছু সমস্যা নিয়ে লিখলাম।

আশা করছি এগুলার মাধ্যমে আপনারা দিনে দিনে আরও অনেক বড় বড় সমস্যার সমাধান করতে পারবেন।যদি কোন কারনে কোন সমস্যার সমাধান না করতে পারেন তবে অভিজ্ঞ কারও কাছে সহায়তা নেয়াই বুদ্ধিমান এর কাজ হবে।

 

এখন কি কি সমস্যা হতে পারে তা আলোচনা করবো

১.কম্পিউটার অন হওয়ার সময় F1 প্রেস করতে বলে।

২.কম্পিউটার অন হওয়ার আগেই পিপি করে বিফ দেয় কিন্তু অন হয় না।

৩.কম্পিউটার অন হয় কিন্তু কোন ডিসপ্লে দেখায় না।

৪.কম্পিউটার অন হয়ে কিছুক্ষন পর বন্ধ হয়ে যায় বা রিস্টার্ট নেয় বা হটাৎ হটাৎ হ্যাং হয়।

৫.NTLDR Missing massage দেখায় অন হওয়ার সময়।

৬.হটাৎ কী বোর্ড বা মাউস কাজ করছে না।

৭. ডেক্সটপ থেকে my computer icon হারিয়ে গেছে।

৮.নতুন প্রিন্টার কিনে এনেছি কিভাবে কম্পিউটার এ সেট করবো।

৯. অনেক সময় প্রিন্ট দেয়ার পর মেসেজ আসে প্রিন্টার unavailable.

১০.BIOS এ পাসওয়ার্ড দেওয়া কিভাবে সেট আাপ দিব বা পাসওয়ার্ড নষ্ট করব।

১১.কম্পিউটার হটাৎ স্লো হয়ে গেলে কী করব।

কম্পিউটার অন হওয়ার সময় F1প্রেস করতে বলে কেনঃ

সম্ভাব্য কারণ :

সাধারণত মাদারবোর্ড এর COMS battery এর সমস্যা হলে কম্পিউটার অন হওয়ার সময় F1 প্রেস করতে বলে।

সম্ভাব্য সমাধান: নিচে এর কিছু সম্ভাব্য সমাধান দেওয়া হল।

১.del or F2 চেপে BIOS এ প্রবেশ করুন।Exit Menu থেকে load set up defaults দিন এর পর boot setting থেকে first boot HDD/CD/DVD সিলেক্ট করে দিন, ডেট ও টাইম ঠিক করে দিন। এখন F10 প্রেস করে BIOS setting সেফ করে বেরিয়ে আসুন। আশা করা যায় এতেই সমস্যার সমাধান করতে পারবেন।

২. যদি বার বার এ সমস্যা দেখা যায় তাহলে বুঝতে হবে উক্ত মাদারবোর্ড এর ব্যাটারি টি নষ্ট হয়ে গেছে।সে ক্ষেত্রে ব্যাটারি টি পরিবর্তন করতে হবে

এভাবে এই সমস্যা সমাধান করতে পারবেন।

আজকে এ টুকুই বললাম।

বাকি সমস্যার সমাধান পরবর্তী পোস্ট এ ধারাবাহিক ভাবে উপস্থাপন করব।

আশা করছি সবাই উপকৃত হবেন।

 

 

 

 

Related Posts

9 Comments

মন্তব্য করুন