গ্রাথর কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি ,আশা করছি আপনারা বিষয়টি দেখবেন
আমার প্রিয় গ্রাথর ডট কম , যখন থেকে আমি কাজ করছি তখন থেকেই আমি পছন্দ করি ,এপর্যন্ত আমার লেখা অনেকগুলো আর্টিকেল রয়েছে এই ওয়েবসাইটে । আর আমি প্রতিদিন সবচেয়ে বেশি আর্টিকেল সাবমিটও করি । আর সেগুলো সবগুলোই পাবলিশ করা হয়, এজন্য আমি কৃতজ্ঞ ।
কিন্তু কিছু জিনিস নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে । সেগুলো নিয়ে আমি বিস্তারিত কথা বলবো আর গ্রাথর কর্তৃপক্ষ থেকে সমাধান আশা করছি —
সমস্যা ১ :-
কিছু দিন হলো এরকম সমস্যার সৃষ্টি হয়েছে । আমি আপনাদের ওয়েবসাইটে ক্রোম ব্রাউজার ছাড়া লগিন করতে পারছিনা । আমি প্রথমে ভাবলাম মনে হয় আর লগিন করতে পারবোনা ,তবে কয়েকদিন পর আমি আবার লগিন করতে পারলাম , বেসিকালি আমি অন্য ব্রাউজার থেকে গ্রাথর ডটকম সাইটটিতে লগিন করি । কিন্তু মাঝে মাঝেই এই সমস্যার সৃষ্টি হচ্ছে, পরে আবার ঠিক হয়ে যাচ্ছে । কিন্তু আগে এরকম হতো না । তাই আপনারা দেখবেন এই বিষয়টা । আর সমাধান আশা করছি ,কারন আপনাদের এই সাইট টি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠছে ,আর সকলে ক্রোম ব্রাউজার ইউজ করেন না ।
সমস্যা ২ :-
আপনার পেমেন্ট নিয়ে । এখানে আপনারা ১০০০ টাকা না হলে পেমেন্ট করেন না , এতে অনেক আর্টিকেল রাইটার তাদের ধৈর্য্য হারিয়ে ফেলেন, কারন একে একে ১০০ টা আর্টিকেল লিখলে তারপরে গিয়ে ১০০০ টাকা হবে তার পর পেমেন্ট নিতে পারবো । এই সিস্টেম টা যদি কমে নিয়ে আসতেন তাহলে আমাদের মতো ছোটোখাটো আর্টিকেল রাইটাররা নিজের পকেট খরচ বের করতে পারতাম । আমার মতে ৫০০ টাকা করলেই ভালো হতো । যদিও আপনারা পেমেন্ট করেন তাড়াতাড়ি । অনুগ্রহ পূর্বক আপনারা সমাধান করার চেষ্টা করবেন । আমার মনে হয় ,তাহলে অনেক রাইটার পাবেন ।
সমস্যা ৩ :-
আপনারা বলেছেন আর্টিকেল ভালো হলে ১০০ টাকা পর্যন্ত দিবেন কিন্তু আমি একটি আর্টিকেল ৮০০ — ১০০০ শব্দের আর্টিকেল লিখেছিলাম, তারপর সাবমিট করেছিলাম কিন্তু ১০ টাকার বেশি যোগ হয় না । এই বিষয় টার জন্য আমি সবসময়ই ৪০০ শব্দের আর্টিকেল লিখি । এখানে সমস্যা টা আপনাদের, কারন আমি যদি ১০০০ শব্দের একটা আর্টিকেল লিখি তাহলে গুগলে রেংক হবে ইজিলি , এতে কিন্তু উপকার আপনাদের হবে ,রেংক হলে আপনারা বেশি ভিজিটর পাবেন । আর ৪০০ শব্দের আর্টিকেল ওতো রেংক হয় না । আশা করছি এটাও সমাধান করার চেষ্টা করবেন ।
সমস্যা ৪ :-
এটা কোনো সমস্যা নয় ,বরং একটা আবদার, এটা হলো লেখাপড়া বিষয়ক একটা ক্যাটাগরি তৈরী করুন ,কারন লেখা পড়ার ব্যাপারে অনেক অনেক পোস্ট লিখতে পারবো । হাজারো আর্টিকেল লিখে শেষ করা যাবে না ,এতো আর্টিকেল লিখা সম্ভব, তাই অনুগ্রহ করে একটা ক্যাটাগরি তৈরী করবেন ।
সবশেষে বলবো ,সমস্যা গুলো সমাধান করলে আপনার ওয়েবসাইট এর রেংক করবে তাড়াতাড়ি । অদূর ভবিষ্যতে আমাদের প্রিয় ওয়েবসাইট টি বাংলাদেশের নাম্বার ওয়ান ওয়েবসাইট হিসেবে গড়ে উঠবে ,এই আশা নিয়ে শেষ করছি ।
আর ভূল কিছু বললে ক্ষমা দৃষ্টি তে দেখবেন, ধন্যবাদ ।