গ্রাথোর কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত লটারির টিকিট সংগ্রহ করবেন কিভাবে?

কেমন আছেন সবাই? আজকে একটু ভাগ্য পরীক্ষা নিয়ে লিখবো।

তার আগে কিছু কথা বলতে চাই, আপনারা সবাই হয়তো অনেক ওয়েবসাইটে এবং বিভিন্ন ইনকাম এপসে কাজ করেছেন কিন্তু সেগুলো বেশিরভাগ নকল । কিন্তু গ্রাথোর একটি বিশ্বস্ত ওয়েব সাইট।আর এখান থেকে অনেকে ইনকাম করছেন।

গ্রাথোর কর্তৃপক্ষ আমাদের সবার কথা ভেবে ভাগ্য পরীক্ষার জন্য এক ক্ষুদ্র লটারির আয়োজন করেছেন। উক্ত আয়োজনে অংশগ্রহণ করে জিতে নিতে পারেন প্রাপ্য পুরস্কার।

চলুন দেখে নেই কিভাবে অংশগ্রহণ করবেন এবং জিতে নিবেন এই লটারি।করোনা মহামারীকালে এটি আমাদের জন্য অনেক ভালো একটা ব্যবস্থা।

এটি একটি ক্ষুদ্র লটারি।

প্রথম পুরষ্কার ১০০০ টাকা।

দ্বিতীয় পুরস্কার ৩৫০ টাকা।

এবং তৃতীয় পুরস্কার ১৫০ টাকা।

এবং টিকিটের মূল্য মাত্র ২০ টাকা।

টিকিটের সংখ্যা মাত্র ৫০০ টি,তাই দেরি না করে টিকিট সংগ্রহ করুন। সর্বোচ্চ তিনটি টিকিট কিনতে পারবেন।

টিকিট সংগ্রহ করতে আপনাকে গ্রাথোর এ একটি একাউন্ট থাকতে হবে। একাউন্ট না থাকলে গ্রাথোর এ নিবন্ধন করুন থেকে একাউন্ট করুন।আর আপনি যদি গ্রাথোরের নিয়মিত ব্যবহারকারী হয়ে থাকেন তবে এই Link গিয়ে টিকিট সংগ্রহ করতে পারবেন। প্রথমে আপনাকে গ্রাথোর ওয়েবসাইটে লগইন করতে হবে। তারপর লিংক থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন, লগইন না করে কেউ চেষ্টা করবেন না। কেবলমাত্র গ্রাথোর ব্যবহারকারীদের জন্য এই লটারির আয়োজন।

একটি টিকিটের মূল্য মাত্র ২০ টাকা, একজন ব্যবহারকারী সর্বোচ্চ তিনটি টিকিট কিনতে পারবেন। টিকিট কেনার জন্য এই লিংকে যেতে হবে।

এখানে লটারি বিষয়ক তথ্য পাবেন। টিকিট সংখ্যা নির্বাচন করুন। তারপর participate for now 20

তে ক্লিক করুন।

তারপর view cart এ ক্লিক করুন। সেখানে গিয়ে আপনি টিকিটের সংখ্যা বৃদ্ধি অথবা কমাতে পারবেন। তারপর টিকিটের মূল্য পরিশোধ করার জন্য procid to payout এ ক্লিক করুন এবং পরবর্তী পদ্ধতি অনুসরণ করুন।

ক্লিক করার পর সেখানে একটা ফর্ম আসবে সেটাতে আপনার নাম, মোবাইল নাম্বার (অবশ্যই বিকাশ নাম্বার), আপনার ঠিকানা, জেলার নাম, জেলার কোড, দেশ(বাংলাদেশ) দিতে হবে।

টিকিট ক্রয় করার জন্য আপনি একসাথে তিনটা টিকিট নিতে পারবেন। সেখানে কমবেশি করতে পারবেন।

যদি একটা টিকিট নেন তবে ২০ টাকা , দুটো নিলে ৪০ টাকা আর তিনটা নিলে ৬০ টাকা দিতে হবে।

টিকিটের পরিমাণ নির্ধারণ করা হয়ে গেলে, মূল্য পরিশোধ করার জন্য বিকাশের মাধ্যমে টাকা দিতে হবে।আর টাকা পাঠাতে হবে এই নাম্বারে 01626184657 (personal).

নাম্বার টা যেন ভুল না হয়।এই নাম্বারে send money করতে হবে।

টাকা পাঠানোর পর , আপনার ফোনে একটি মেসেজ আসবে।

যদি ট্রানজেকশন সফল হয় তবে সেখানে একটি ট্রানজেকশন আইডি পাবেন ।সেটা কপি করে নিন।

এবার ফিরে আসুন গ্রাথোর ওয়েবসাইটে, সেখানে বিকাশ নাম্বার দিন এবং ট্রানজেকশন আইডি দিন।

এই দুটো না দিলে আপনার একাউন্ট ভেরিফিকেশন হবে না আর আপনি টিকিট সংগ্রহ করতে পারবেন না।

সব তথ্য দেওয়ার পর ইন্টার দিন। তাহলে আপনার তথ্য গুলো গ্রাথোর ওয়েবসাইটে জমা হবে। সেখানে আপনি অর্ডার নাম্বার , আপনার ইমেইল এড্রেস, দেখতে পাবেন।

এরপর কিছু সময় অপেক্ষা করুন, আপনার ইমেইল আইডিতে গ্রাথোর থেকে একটা ইমেইল আসবে।সেই মেইলে আপনার তথ্য গুলো আপনাকে দেখানো হবে। আপনি পাবেন অর্ডার নাম্বার। মেইলগুলো স্ক্রিনশট দিয়ে রাখুন। পরবর্তীতে এসব দরকার হতে পারে।

পরিশেষে সবকিছু ঠিক থাকলে, আপনার ইমেইল আইডিতে একটা কনফার্মেশন মেইল পাঠানো হবে।

এই লটারি চলবে জুলাই মাসের ২৯ তারিখ সকাল নয়টা পর্যন্ত।

অর্থাৎ আর মাত্র তিন সপ্তাহ দুই দিন।

লটারির পুরস্কার ২৪ ঘন্টার মধ্যে বিকাশ নাম্বারে চলে যাবে। টিকিট সংখ্যা সীমিত মাত্র ৫০০ টি তাই দেরি না করে এখনি টিকিট সংগ্রহ করুন।

পোস্ট টি একবার পড়ে না বুঝলে আরেকবার পড়ুন। আশা করি আপনাদের কোন সমস্যা হবে না।

কারো কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন উত্তর দিব।

ধন্যবাদ সবাইকে।

Related Posts

13 Comments

মন্তব্য করুন