পেনড্রাইভ এর মধ্যে কিভাবে উইন্ডোজ তৈরি করবেন

আসসালামুআলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি.
বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন একটি ট্রিকস নিয়ে এসেছি যার মাধ্যমে আপনারা খুব সহজেই ডিভিডি রাইটার ছাড়া ইউএসবি এর মাধ্যমে কিভাবে উইন্ডোজ তৈরি করবেন. অনেকেই আছে যাদের dvd-writer নষ্ট হয়ে গেছে অথবা ডিভিডি রাইটার ঠিকভাবে কাজ করেনা ক্যাসেট অনেক লোডিং করে এবং যার কারণে আপনারা উইন্ডোজ দিতে পারেন না.
বন্ধুরা প্রথমে আপনারা ইন্টারনেট থেকে আপনি উইন্ডোজ ফাইল টি ডাউনলোড করে নেবেন অথবা অন্য কোন কম্পিউটার থেকে পেনড্রাইভ এর মাধ্যমে কপি করে আপনার হার্ডড্রাইভে রাখবেন. তারপর ইন্টারনেট থেকে power iso নামের এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন তারপর এই সফটওয়্যার টি অপেন করবেন উপরে দেখতেপাবেন এড নামের একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন তারপর আপনার হার্ডড্রাইভের ফাইলগুলো শো করবে. আপনি আপনার হার্ড ড্রাইভে রেখে দেওয়া ফাইলটি তে ঢুকে. তারপর সবগুলো মার্ক করেন এবং নিচে দেখতে পাবেন ওকে লেখা আছে সেখানে ক্লিক করবেন. তারপর উপরে দেখতে পাবেন save নামের একটা অপশন আছে সেখানে ক্লিক করে সেভ করে নেবেন সেভ করার সময় ফাইলটাইপ দিবেন আইএসও. তারপর দেখতে পাবেন আপনার কম্পিউটারে আই এস নামের একটা ফাইল চলে এসেছে. আপনি আপনার পেনড্রাইভ টি আপনার কম্পিউটারে প্রবেশ করাবেন তারপর সেটা ফরম্যাট করবেন এবং আপনার পাওয়ার iso সফটওয়্যার টা আবার ওপেন করবেন তারপর অপেন অপশন এ ক্লিক করবেন. আপনার কম্পিউটারের হার্ডড্রাইভ গুলো শো করবে যে ড্রাইভে ফাইলটা রেখেছেন ওই ফাইলে গিয়ে আইএসও ফাইল টা সিলেক্ট করবেন তারপর ওকে ক্লিক করবেন. পর আপনার সেটিং যা আছে তাই থাকবে তারপর স্টার্ট বাটনে ক্লিক করবেন. বেশ কিছুক্ষণ সময় নিবে তারপর হয়ে যাবে. বন্ধুরা এভাবে আপনারা খুব সহজেই পেনড্রাইভে উইন্ডোজ একটিভ করতে পারবেন. আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ.

Related Posts

15 Comments

মন্তব্য করুন