আসসালামুআলাইকুম সবাইকে! সবাই কেমন আছেন? তো আশা রাখছি বরাবরের মতোই সবাই অনেক ভালো থাকবেন। চলে আসলাম নতুন এবং ভিন্ন একটি টপিকের আর্টিকেল নিয়ে। আপনাদের মধ্যে যারা ইন্টারনেট নিয়ে একটু ঘাটাঘাটি করে থাকেন তারা নিশ্চয় codecanyon সাইটের ব্যাপারে জেনে থাকবেন। এছাড়া যারা ওয়েবসাইট, ইকমার্স শপ, প্লাগইন বা অন্যান্য ইন্টারনেটভিত্তিক কার্যক্রমের সাথে জড়িত তাদের অবশ্য এই সাইটের ব্যাপারে জানা স্বাভাবিক একটা বিষয়।
সাধারণত আজকে আমরা codecanyon সাইটের সবথেকে বেশি বিক্রি হওয়া ওয়ার্ডপ্রেস প্লাগইন (WordPress Plugin) এর ব্যাপারে জানবো। আপনাদের অনেকের নিশ্চই এই বিষয়টা সম্পর্কে জানার প্রতি আগ্রহ থাকবে। তাই আপনাদের আজকে এই বিষয়টা নিয়ে বলবো। তবে শুরুতে আপনারা যারা codecanyon সাইটের ব্যাপারে কিছুই জানেন না তাদের এই সাইটের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, বা এই সাইটের ব্যাপারে বলতে চাই।
Codecanyon কি?
Codecanyon হচ্ছে Envato Marketplace এর একটি অংশ। সোজা কথায় Codecanyon হচ্ছে এমন এক ধরনের প্রতিষ্ঠান বা কোম্পানি যারা ওয়েবসাইটের মাধ্যমে তাদের যাবতীয় সার্ভিস গ্রাহক বা ব্যবহারকারীদের দিয়ে থাকে। Codecanyon সাধারণত গ্রাহকদের প্রিমিয়াম সার্ভিস প্রদান করে থাকে।
তাদের সার্ভিস সমূহের মধ্যে রয়েছে প্লাগইন, কোড, এইচটিএমএল, জাবাস্ক্রিপট, থিম ইত্যাদি। বিভিন্ন ডেভলপাররা তাদের সময় বাঁচাতে বা প্রফেশনাল কাজের স্বার্থে এই ওয়েবসাইটের মাধ্যমে এসব প্রিমিয়াম সেবা সমুহ ক্রয় করে থাকে। আশা করছি এইবার আপনার বুঝেছেন কে Codecanyon সাইটটি আসলে কি বিষয়ে। এখন চলুন জানবো যে Codecanyon এর সবথেকে বেশি বিক্রি হওয়া ওয়ার্ডপ্রেস প্লাগইন টি আসলে কোনটি সে ব্যাপারে।
Codecanyon এর সবথেকে বিক্রি হওয়া ওয়ার্ডপ্রেস প্লাগইন কোনটি?
Codecanyon এর সবথেকে বিক্রি হওয়া ওয়ার্ডপ্রেস প্লাগইন টির নাম হচ্ছে স্লাইডার রিভলিউশন (Slider Revolution Responsive WordPress Plugin)। এই সাইটে Slider Revolution প্লাগইনটি সবথেকে বেশি সেল হয়েছে। এখনো পর্যন্ত প্রায় ৪ লক্ষ ১৯ হাজার ৮০০ জন এই প্লাগইনটি কিনে ব্যবহার করছে। যেটার সংখ্যাটা কিন্তু অনেক। আপনি যদি Codecanyon থেকে এই প্লাগইনটি কিনতে চান তবে আপনাকে খরচ করতে হবে ৮৫ ডলার, যেটি বাংলাদেশ টাকায় ৬,৮০০ টাকার মতো।
Plugin Link: Slider Revolution
আপনারা যারা এর আগে এই প্লাগইনটির নাম শুনেননি, বা এই প্লাগইন এর ব্যাপারে কিছুই জানেন না তাদের সংক্ষিপ্ত ভাবে প্লাগইনটির ব্যাপারে বলছি নিচে।
Slider Revolution কি?
Slider Revolution হচ্ছে একটি প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস প্লাগইন (Premium WordPress Plugin), যেটি অনেক জনপ্রিয় (Popular) একটা প্লাগইন বলা যায়। Slider Revolution প্লাগইনটি এত জনপ্রিয় হওয়ার প্রধান কারণ হচ্ছে এর সাহায্যে খুবই কম সময়ের মাধ্যমে চমৎকার বা দারুন ডিজাইনের স্লাইড তৈরি করে ফেলা যায়। যেটি প্রফেশনাল কাজের ক্ষেত্রে অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ।
যদিও অনেক প্রিমিয়াম থিম এর সাথে Slider Revolution জুড়ে দেওয়া থাকে। তবে যদি আপনি চান যে নিজের প্রজেক্ট এর জন্য আলাদাভাবে স্লাইডার ডিজাইন করবেন, সেক্ষেত্রে আপনি আলাদাভাবেই Slider Revolution প্রিমিয়াম প্লাগইনটি কিনে নিতে পারেন। আমি আপনাদের শুরুতে বলেছি যে Slider Revolution প্লাগইনটি যদি আপনারা Codecanyon সাইট এর থেকে নিতে চান সেক্ষেত্রে আপনাদের ৮৫ ডলার দিয়ে এটি কিনে নিতে হবে।
তো এই ছিল মূলত আজকের এই আর্টিকেলটা, আসা করছি আপনারা আপনাদের প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন। Slider Revolution নিয়ে কিছু জানার আগ্রহ থাকলে মন্তব্য করতে পারেন, আল্লাহ হাফেজ।